রোড সেফটি ক্যাম্পে অংশগ্রহণ করে ১৮০০ স্কুল পড়ুয়া

হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়ার উদ্যোগে দেশ জুড়ে চলছে সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান। সম্প্রতি জাতীয় সড়ক  নিরাপত্তা সচেতনতা প্রচারাভিযানটি পশ্চিমবঙ্গের খড়গপুরে পৌঁছেছে। হোন্ডার পক্ষ থেকে এখানে ২৩ – ২৪ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে ১৮০০ টিরও বেশি স্কুল ছাত্র এবং কর্মী সদস্যরা যোগ দেন। 

এইচএমএসআই-এর সড়ক নিরাপত্তা প্রশিক্ষকরা সকলের মধ্যে সড়ক নিরাপত্তা সচেতনতা বজায় রাখার জন্য সরব হয়েছেন। তারা সব বয়সের উপযোগী সড়ক নিরাপত্তা শিক্ষা কার্যক্রম ব্যবহার করেছেন।

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার অপারেটিং অফিসার প্রভু নাগরাজ বলেন,  ন্যাশনাল রোড সেফটি ক্যাম্পেনের অংশ হিসেবে, আমরা সারাদেশে সড়ক নিরাপত্তার সচেতনতা বাড়াতে জীবনের প্রতিটি স্তরকে কভার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply