১৫ বছর অতিক্রম করে ১৬তম বর্ষে পদার্পণ করল ব্লেন্ডার্স প্রাইড গ্লাসওয়্যার ফ্যাশন ট্যুর, যার সঙ্গে রয়েছে ‘ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়া’ (এফডিসিআই)। এবারের ফ্যাশন ট্যুরের যাত্রাপথে থাকবে চারটি মেট্রো শহর – কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বই ও গুরুগ্রাম।
এবারের ফ্যাশন ট্যুর তুলে ধরবে ‘প্রাইড অ্যান্ড অথেন্টিসিটি’র পরিবর্তনশীল প্রকাশ-সহ ফ্যাশন ও লাইফস্টাইলের এক অন্যমাত্রার জগৎ। নবপর্যায়ের এই ফ্যাশন ট্যুরে সমন্বয় ঘটবে অগ্রণী ফ্যাশন ডিজাইনার ও অন্যান্য ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিবর্গের। কার্টেন রেইজারে ‘দ্য অয়্যারফ্রেম’ শীর্ষক এক নতুন কনসেপ্টের মাধ্যমে উন্মোচিত হয়েছেন এইসকল ডিজাইনার ও আর্টিস্ট।
কার্টেন রেইজারে আরও ছিল ব্লেন্ডার্স প্রাইড গ্লাসওয়্যার ‘দ্য শোকেস’। এ হল ভারতের অন্যতম লিডিং প্লাটফর্ম, যেখানে সম্মিলন ঘটেছে ফ্যাশন ডিজাইনার, শাটারবাগ, মডেল ও কনটেন্ট ক্রিয়েটরদের। ফ্যাশন ট্যুরে উন্মোচিত হবে ‘দিস ইজ নট আ টি-শার্ট’ নামের ‘স্টাইল গ্যালারি’, যার স্রষ্টা আশীষ সোনি ও এফডিসিআই। একইসঙ্গে, ‘ব্লেন্ডার্স প্রাইড গ্লাসওয়্যার ফ্যাশন ট্যুর পার্ক’ নামের ইন্ডাস্ট্রি-ফার্স্ট মেটাভার্স প্লাটফর্ম লঞ্চ করা হবে ফ্যাশন ট্যুরের পক্ষ থেকে।