১৬তম ব্লেন্ডার্স প্রাইড গ্লাসওয়্যার ফ্যাশন ট্যুর

১৫ বছর অতিক্রম করে ১৬তম বর্ষে পদার্পণ করল ব্লেন্ডার্স প্রাইড গ্লাসওয়্যার ফ্যাশন ট্যুর, যার সঙ্গে রয়েছে ‘ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়া’ (এফডিসিআই)। এবারের ফ্যাশন ট্যুরের যাত্রাপথে থাকবে চারটি মেট্রো শহর – কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বই ও গুরুগ্রাম।

এবারের ফ্যাশন ট্যুর তুলে ধরবে ‘প্রাইড অ্যান্ড অথেন্টিসিটি’র পরিবর্তনশীল প্রকাশ-সহ ফ্যাশন ও লাইফস্টাইলের এক অন্যমাত্রার জগৎ। নবপর্যায়ের এই ফ্যাশন ট্যুরে সমন্বয় ঘটবে অগ্রণী ফ্যাশন ডিজাইনার ও অন্যান্য ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিবর্গের। কার্টেন রেইজারে ‘দ্য অয়্যারফ্রেম’ শীর্ষক এক নতুন কনসেপ্টের মাধ্যমে উন্মোচিত হয়েছেন এইসকল ডিজাইনার ও আর্টিস্ট।

 কার্টেন রেইজারে আরও ছিল ব্লেন্ডার্স প্রাইড গ্লাসওয়্যার ‘দ্য শোকেস’। এ হল ভারতের অন্যতম লিডিং প্লাটফর্ম, যেখানে সম্মিলন ঘটেছে ফ্যাশন ডিজাইনার, শাটারবাগ, মডেল ও কনটেন্ট ক্রিয়েটরদের। ফ্যাশন ট্যুরে উন্মোচিত হবে ‘দিস ইজ নট আ টি-শার্ট’ নামের ‘স্টাইল গ্যালারি’, যার স্রষ্টা আশীষ সোনি ও এফডিসিআই। একইসঙ্গে, ‘ব্লেন্ডার্স প্রাইড গ্লাসওয়্যার ফ্যাশন ট্যুর পার্ক’ নামের ইন্ডাস্ট্রি-ফার্স্ট মেটাভার্স প্লাটফর্ম লঞ্চ করা হবে ফ্যাশন ট্যুরের পক্ষ থেকে।

Leave a Reply