ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রামে আরও ১ লক্ষ কিরানা

ফ্লিপকার্ট তাদের কিরানা ডেলিভারি প্রোগ্রামে আরও ১ লক্ষ কিরানা যোগ করল, ফলে উৎসবের মরশুম ও বিগ বিলিয়ন ডেজ-এর আগে এদেশে তাদের কিরানা পার্টনারের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গেল।ফ্লিপকার্টের কিরানা ডেলিভারি প্রোগ্রাম আরও মজবুত হওয়ায় মেট্রো শহর, টিয়ার ২ ও টিয়ার ৩ শহর-সহ গ্রামীণ এলাকার গ্রাহকরা তাদের পণ্য আরও তাড়াতাড়ি ডেলিভারি পাবেন। সেইসঙ্গে কিরানা পার্টনারদের আয়ও বৃদ্ধি পাবে।

উৎসবের মরশুম যতই এগিয়ে আসছে, ততই পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও তামিলনাডুতে কিরানা পার্টনারদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। পুদুচ্চেরি এবং জম্মু ও কাশ্মীরেও পার্টনারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও দ্রুতহারে পার্টনারদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। বর্তমানে ত্রিপুরা, সিকিম ও অরুণাচল প্রদেশে কিরানা পার্টনারদের সংখ্যা ২০২০ সালের থেকে ৫ গুণ বেশি হয়ে প্রায় ১৫০০০ হয়েছে।

ফ্লিপকার্ট তাদের কিরানা পার্টনারদের জন্য এবছর অতিরিক্ত উৎসাহভাতা চালু করেছে, যেমন গ্যারান্টীড পেমেন্ট ও বোনাস, রেফারেল ইনসেন্টিভ, ৫ লক্ষ টাকার পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, ইত্যাদি। ২০১৯ সালে চালু হওয়া ফ্লিপকার্টের কিরানা ডেলিভারি প্রোগ্রামে স্থানীয় দোকান বা কিরানাগুলিকে ডেলিভারি পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যার ফলে কিরানাগুলির পক্ষে বাড়তি আয় করার সুযোগ এসে যায়।

Leave a Reply